January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 7:55 pm

সরকারি ক্রয়ের প্রতিযোগিতা আরও বেশি উন্মুক্ত ও অবাধ করতে চান প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

সরকারি ক্রয়ের প্রতিযোগিতা আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমাদের নিশ্চিত করতে হবে যাতে আমাদের পাবলিক প্রকিউরমেন্টে প্রতিযোগিতা আরও উন্মুক্ত ও অবাধ হয়।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এখন এটি নিয়ে কাজ করবে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)। খুব দ্রুত তারা কাজ করে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।

তিনি বলেন, ‘দেখা যায় অনেক কোম্পানির সামর্থ্য নেই, মানে কিছু কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য না থাকার পরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।’

মাহবুব আরও বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধি-বিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন। যেন প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং আমাদের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন হয়।’

—-ইউএনবি