January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 8:06 pm

বড় পর্দায় অভিষেক হচ্ছে সায়মা স্মৃতির

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফুল ইসলাম আরিফ পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতির। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত রোববার রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি কাজী হায়াৎ, বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, ডিরেক্টরস গিল্ডের সেক্রেটারি কামরুজ্জামান সাগর প্রমুখ।

নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতি বলেন, ‘প্রথম সিনেমায় আমি আমার পরিচালক ও সহশিল্পীদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে এই সাপোর্ট না দিলে হয়তো ভালোভাবে কাজ করতে পারতাম না। সবার চেষ্টায় সুন্দর একটি সিনেমা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ সিনেমাটির পরিচালক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।’ স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। স্মৃতি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি। বিভিন্ন চরিত্রে আরো আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।