জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) আন্তু:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী শ্রীবরদী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশরীতে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইফতেখার ইউনুস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, বিশিষ্ট ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম শাহীন সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই