দিনাজপুরের বীরগঞ্জের বেলুন গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বীরগঞ্জের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়ার প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল (১৩) এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত পাল (১৭)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রতাব চন্দ্র পাল বেলুনে গ্যাস ভরার কাজ করে থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে গ্যাসের একটি সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে মারাত্মক আহত হয়। বীরগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই দুইজন মারা যান।
বিষ্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
সোনাইমুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!