সিলেটের জৈন্তাপুরে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জের ইটাপাড়া এলাকার দক্ষিণ কানার গ্রামের জাহাঙ্গীর (৩০) এবং ওই এলাকার মোয়ামীন (২৮)।
আহতরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রুবেল আলম (২৮), মো. আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), বাবুলের ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইমলামের ছেলে মো. হোসেন (২৭)। আহত বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।
আহতদের জৈন্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, হতাহতরা ঢাকার কেরাণীগঞ্জ থেকে একটি মিনি ট্রাকে করে শাহজালাল (র.) মাজার জিয়ারতে সিলেট আসেন। মঙ্গলবার সকালে জাফলং বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার