January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 27th, 2023, 8:01 pm

অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না: মুখপাত্র

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তারা কোনো পক্ষ নেয় না বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার(২৬ অক্টোবর) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমরা কোনো পক্ষ নিই না।’

‘বাংলাদেশের বর্তমান সরকারকে ৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র’ টকশোতে বিএনপিপন্থী অংশগ্রহণকারীদের এমন দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মিলার এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেন।

বিভিন্ন টকশোতে বিরোধী দলীয় বক্তারা দাবি করছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ নভেম্বরের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছে।

এর আগে ঢাকার মার্কিন দূতাবাস এ বিষয়ে ব্যাখ্যা দিলেও সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের প্রতিবেদনকে সমর্থন করেনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের’অবনতির’ খবর পর্যবেক্ষণ করছেন।

আমরা বাংলাদেশ সরকারকে তার জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করেছি।

মিলার বলেন, ‘অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের কিছু যোগ করার নেই।’

—-ইউএনবি