স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপির নেতারা এড়াতে পারবেন না।
রবিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, হামলার ঘটনায় মামলা হবে।
তিনি বলেন, যারা প্রধান বিচারপতির বাড়িতে প্রবেশ করেছে, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, হাসপাতালে হামলা করেছে, গাড়িতে আগুন দিয়েছে- তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘আমার জানা মতে প্রায় শ’খানেক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের নেত্রীদের ওপরও হামলা হয়েছে।’
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেউ মামলা করতে চাইলে সেগুলো নেওয়া হবে।
বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সহিংসতা চলছিল তখন দলের সিনিয়র নেতারা মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বার বার জিজ্ঞেস করছিলেন, তাদের মহাসমাবেশের সীমানা কতদূর হবে। তারা জনিয়েছিলেন, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত।
তিনি প্রশ্ন করেন, ‘যে সহিংসতা হয়েছে সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?’
—-ইউএনবি

আরও পড়ুন
১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে