অনলাইন ডেস্ক :
গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের ১২ প্রদেশের ৫০৩টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি। ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মুজিব’ বায়োপিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুজিব সম্পর্কে কথা বলেন আরিফিন শুভ। আরিফিন শুভ বর্তমানে মুম্বাই রয়েছেন। সিনেমাটির প্রচারে অংশ নিয়েছেন তিনি। সেখানে থাকতেই ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় এই নায়কের। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমার নতুন নাম দিয়েছে। আমাকে তারা অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’ সাবলীলভাবে হিন্দিতে কথা বলতে পারেন আরিফিন শুভ।
তাকে জিজ্ঞেস করা হয় কীভাবে পারেন তিনি? এই প্রশ্ন করতেই তিনি মজার ছলে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিতে পারেন।’ একথা কেন বললেন নায়ক? তার কথায় বোঝা গেল তিনি প্রচুর হিন্দি সিনেমা দেখেন। পাশাপাশি সীমান্ত হওয়ায় বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক। উল্লেখ্য, এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব