অনলাইন ডেস্ক :
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক। আফগানিস্তাানকে হারিয়ে দাপটে শুরু করা সাকিব আল হাসানের দল পরের পাঁচ ম্যাচে ব্যর্থতার তলানিতে তলিয়ে গেছে। বিশেষ করে শনিবার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। এর প্রেক্ষিতে রোববার (২৯ অক্টোবর) দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সকালে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা’, জানান জালাল ইউনুস। কলকাতায় বাংলাদেশ দল আছে তাজ বেঙ্গলে। তবে বোর্ড সভাপতি উঠেছেন আইটিসি সোনার হোটেলে। তো, এই আলোচ্য সূচীই বলছে যে, টিম ম্যানেজমেন্টের জন্য সভাটি সুখকর হবে না। যদিও জালাল ইউনুস এখনই সেরকম কিছু এখনই বলতে নারাজ, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মত অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরো খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’
আরও পড়ুন
কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী ক্রীড়াবিদরা
‘৮’ স্পর্শ করেছেন রিশাদ, ‘১৯’ হবে তো?
রংপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন