অনলাইন ডেস্ক :
চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে চরম হতাশায় সমর্থকরা। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আশা ভঙ্গ সমর্থকদের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে করা এক পোস্টে প্রশ্ন রেখেছেন হার্শা। তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে।
বাংলাদেশি সমর্থকরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’ আরেকটি টুইট বার্তায় ইরফান পাঠান বাংলাদেশের সমর্থকদের আরও ভালো কিছু প্রাপ্য বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মাঠে এবং বাইরে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নতুন করে সাজাতে হবে। তাদের এমন কিছু অনুরাগী সমর্থক আছে, যারা আরও ভালো কিছুরই প্রাপ্য।’
আরও পড়ুন
মেয়ের সঙ্গে গাইলেন ন্যান্সি
ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম
বাংলাদেশ-চীন-পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান