চট্টগ্রাম মহানগরীতে বিয়ের বরযাত্রী বহনকারী একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন গরীবুল্লাহ শাহ মাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি এসে আগুন নেভায়।
স্থানীয়রা জানিয়েছেন, গরীবুল্লাহ শাহ এলাকার কমিউনিটি সেন্টার স্কয়ারে একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে বাসটি আসে। যাত্রী নামিয়ে দেওয়ার পর এটিতে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘রাতে হঠাৎ এসে কে বা কারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মিনিবাসে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়। কারা লাগিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছি।’
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের