January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 9:12 pm

আসলেই কি সালমানকে উপেক্ষা করেছেন রোনালদো?

অনলাইন ডেস্ক :

বক্সিং রিংয়ের পাশে অন্য অতিথিদের মতো দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা সালমান খান। এ সময় তার সামনে দিয়ে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের হাত ধরে হেঁটে যান ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের বড় একটি অংশ মন্তব্য করেন- ‘সালমান খানকে পাত্তাই দিলেন না রোনালদো।’ বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। কিন্তু এই ফুটবল তারকা সত্যি কি উপেক্ষা করেছেন সালমান খানকে? বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনা চললেও, এ প্রশ্নের সোজা উত্তর- ‘না’। রোনালদো যে সালমানকে উপেক্ষা করেননি তার প্রমাণ স্বরূপ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামনে এসেছে।

তাতে দেখা যায়, বক্সিং রিংয়ের পাশে দাঁড়িয়ে আছেন সালমান-রোনালদো। হাত নাড়িয়ে কথা বলছেন সালমান, তার দিকে তাকিয়ে আছেন রোনালদো। এ ফুটবল তারকার চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস। শুধু তাই নয়, মনোযোগী শ্রোতার মতো সালমানের কথা শুনতে দেখা যায় এই তারকা ফুটবলারকে। ইন্ডিয়া টিভি জানিয়েছে, এই বক্সিং ম্যাচের আয়োজন করেছিলেন সৌদি আরবের মন্ত্রী তুর্কি আল শেখ। এ আসরে বিভিন্ন দেশের তারকারা উপস্থিতি ছিলেন। অন্য তারকাদের মতো মন্ত্রীর আমন্ত্রণে ম্যাচ দেখতে সৌদি উড়ে গিয়েছিলেন সালমান খান। গত রোববার সৌদি থেকে দেশে ফিরেছেন তিনি।