জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
শরীয়তপুর ডামুড্যা উপজেলার উপজেলায় নির্বাহী অফিসারের সভাকক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম, স্বাগত বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়নের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী