বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ৩ দিনের অবরোধের ২য় দিন (বুধবার) ইতোমধ্যে সহিংসতা ও অগ্নিসংযোগের কিছু ঘটনার মধ্য দিয়ে চলছে।
ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় সকাল ৮টার দিকে দুর্বৃত্তরা একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে একদল পিকেটারকে মালিবাগের দিকে অগ্রসর হতে দেখা যায়। আবুল হোটেলের কাছে পৌঁছালে তারা একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের একটি টহল দল পিকেটারদের ধাওয়া করে অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ করে দেয়। ধাওয়া করা হলে পিকেটাররা ঘটনাস্থল থেকে একটি গলি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
নাশকতা এড়াতে রাজধানীর মালিবাগ, মৌচাক, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা গেছে।
আজ সকাল থেকেই ঢাকার রাস্তায় বাস, সিএনজিচালিত ৩ চাকার গাড়ি ও প্রাইভেট গাড়ি দেখা গেছে।
সাভারের বালিয়ারপুর তুরাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সকাল সাড়ে ৭টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জনের একদল যুবক লাঠিসোঁটা নিয়ে অবরোধের সমর্থনে মিছিল বের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এক পর্যায়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
ওসি বলেন, পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ৩ দিনের সড়ক-রেল-নৌপথ অবরোধের প্রথম দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন পোড়ানোসহ সহিংসতায় কিশোরগঞ্জে ২ জন ও সিলেটে ১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
—-ইউএনবি
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা