জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। বুধবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে দিবস। জাতীয় যুব দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সাবেক চিফ হুইপ এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল প্রানী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি