Wednesday, November 1st, 2023, 3:18 pm

শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, লিয়াকত হোসেন লিটন, সফল আত্মকর্মী মাজহারুল ইসলাম। আলোচনা শেষে ৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতির মাঝে যুব ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।