অনলাইন ডেস্ক :
ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্ত্রী আয়েশা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধাওয়ান পদবি মুছে তিনি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে ফেলেছেন আয়েশা মুখার্জি নামে।বিশ্বকাপের দলে শিখর ধাওয়ান থাকবেন কি থাকবেন না তা নিয়ে জল্পনা যখন চলছে তখনই ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েন তিনি। ফেসবুকের মাধ্যমে পরিচয়। ফেসবুক দেখতে দেখতেই আয়েশার ছবি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। শিখর ও আয়েশার কমন ফ্রেন্ড আবার হরভজন সিং। আয়েশা যে বিবাহিত সে কথা শিখরকে জানান হরভজন। আয়েশার প্রথম কন্যা আলিয়ার সঙ্গে শিখরের বয়সের ব্যবধান মাত্র ১৫। আয়েশার সঙ্গে বাগদান সেরে ফেললেও ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে শিখর অবশ্য কিছুটা সময় চেয়েছিলেন। অবশেষে ২০১২ সালে দিল্লির বসন্তকুঞ্জে বিয়ে হয় আয়েশা ও শিখরের। আয়েশার দুই কন্যাকেও নিজেদের কাছেই রাখেন শিখর। ২০১৪ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান জোরাবর। সন্তানদের নিয়ে আয়েশা অস্ট্রেলিয়াতেই বেশি থাকতেন। শিখরের সঙ্গে ক্রিকেট মাঠ ও অস্ট্রেলিয়ান ওপেনের আসরেও দেখা গিয়েছে। সন্তানদের ছবি পোস্ট করেন শিখরও। গত বছরও দুই কন্যার ছবি পোস্ট করে তিনি লেখেন, মিস করছেন। তবে বিগত কয়েক মাস ধরে আয়েশা ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ডিভোর্সের ঘোষণা করতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন আয়েশা। তবে কী কারণে শিখরের সঙ্গে তার জুটি ভেঙে গেল তা স্পষ্ট নয়।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর