নারায়ণগঞ্জের ফতুল্লায় বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশনের পাশে উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর (মা) নাম মধুমালা বেগম (৫৫)। মধুমালা ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। আর তার ছেলের নাম সুমন মিয়া (৩৫)। এ ঘটনায় মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ সুমনকে ধারালো বটিসহ গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। মধুমালা টাকা দিতে অস্বীকার করলে তার ছেলে তাকে রাস্তায় ফেলে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
নিহতের স্বামী নুরুল বলেন, রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে দেখতে পাই সুমন ঘর থেকে বটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এতে ঘটনাস্থলেই মারা যান মধুমালা। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়েছিল। আমি থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত বটিসহ নিহতের ছেলেকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫