January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 3rd, 2023, 3:31 pm

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে সনাকের তথ্য অধিকার ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

“জানবো, জানাবো, দুর্নীত রুখবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগারিক কমিটি (সনাক) মুক্তাগাছার সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সনাক মুক্তাগাছার সহ সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম রতনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম এ সালাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সচেতন নাগারিক কমিটির সহ সভাপতি শামসুন নাহার রিনা, সনাক সদস্য অধ্যাপক মুজাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রজেক্টরের মধ্যমে তথ্য অধিকার আইন ও তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত উপস্থাপন করেন টিআইবির এরিয়া ম্যানেজার মো. দেলোয়ার। পরে সাংবাদিকদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।