জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মহানগরের সুবিদবাজারে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’র এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বুথে টাকা সরবরাহের কেম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সিকিউরেক্স কোম্পানীর দুই এটিএম অফিসারকে আসামি করা হয়েছে।
সিকিউরেক্স প্রাইভেট কোম্পানী লিমিটেড এর সিলেট জোনের এটিএম বুথ এর ইনচার্জ সন্দীপন দাস এই মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

আরও পড়ুন
বিদেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
হাসিনা, টিউলিপ ও আজমিনার পূর্বাচলে প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের