বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬টা ৩৭ মিনিটে ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তানহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।
তিনি আরও জানান, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৪
সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ