জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিদ্যালয় মাঠে ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাহিদ তামান্না সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা.মো.আজিজুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সিনিয়র সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।
২০২৩ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ৯১জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২