বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টা ৫ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে মোট ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
—-ইউএনবি

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির