বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পানির ট্যাংকারে (জল কামানে) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বেতগাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকেটাররা একটি পানির ট্যাংকারে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পানির ট্যাংকারের চালক হাফিজুর রহমান গাজী বলেন, ‘নির্মাণাধীন চার লেনের মহাসড়কে সিপিসিএল কোম্পানির গাড়িটি পানি ছড়াচ্ছিল। গাড়িতে আমরা ৩-৪ জন ছিলাম। হঠাৎ ১৫-২০ জন যুবক এসে আমাদের ট্যাংকার থেকে নামতে বলে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।’
খবর পেয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নগরীর দ্বিতীয় বাইপাস মহাসড়কের বনানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
জামায়াতের নেতা-কর্মীরাও সংহতি প্রকাশ করে বগুড়া-রংপুর ও বগুড়া-নওগাঁ মহাসড়কে অবস্থান নেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও