অনলাইন ডেস্ক :
ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম ফেসবুকে হাতে আংটির ছবি শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশন জুড়েছেন, অবশেষে এটা হতে যাচ্ছে। তাহলে কী বাগদান সারলেন নাবিলা? এই প্রশ্নে একটু রহস্য রাখলেন এই অভিনেত্রী। গণমাধ্যমকে জানিয়েছেন, হাতে আংটির ছবি ঠিক আছে তবে কিসের জন্য তা এখন বলব না। একটু নিষেধ আছে পারিবারিক ভাবে। সো এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে।
আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে। নাবিলা ইসলাম ১০ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহন করেন চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এম বি এ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে।

আরও পড়ুন
যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি তারেক রহমানের আহ্বান
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’