অনলাইন ডেস্ক :
গাজায় ইসরাইল নজিরবিহীন বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এমন অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের সংগীতশিল্পীরা কনসার্টের আয়োজন করেছে। ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে এ মাসের ১৪ নভেম্বর। এটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। এর উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে। জানা গেছে, কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়।
এ বিষয়ে গায়ক আহমেদ হাসান সানী বলেন, ‘আমরা গণহত্যা বন্ধ করতে সবসময় কথা বলে এসেছি। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আমাদের এমন উদ্যোগ। এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে।’ কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আরও জানা গেছে এই আয়োজনে যেকোনো শিল্পী যেকোনো কাজ নিয়ে সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু। আগামী ১৪ নভেম্বর কনসার্টটির তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তা পরিবর্তনও হতে পারে। টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব