রাজধানীর মিরপুর-১০ ক্রসিংয়ের কাছে সোমবার (৬ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা দোতলা বাসে আগুন দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসের চালক ও তার হেলপার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
জানা গেছে, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য দোতলা বাসটি ব্যবহার করা হতো। এটি ঢাবি কর্মীদের নামিয়ে দিয়ে ফিরে আসার সময় আক্রমণের মুখে পড়ে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন