চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী-ফটিকছড়ি সড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী-ফটিকছড়ি সড়কের হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহত এবং আহত কারোরই পরিচয় জানা যায়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী