অনলাইন ডেস্ক :
বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলতে রসদ প্রস্তুত করেই আসছে নিউজিল্যান্ড। কন্ডিশন বিবেচনায় স্পিন নির্ভর দল ঘোষণা করেছে কিউই দল। যেখানে বিশেষজ্ঞ স্পিনারই আছেন পাঁচজন। আছেন রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসও। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে হারের পর বাদ পড়েছিলেন রবীন্দ্র। বিশ্বকাপ চলাকালে তাকে নিয়েই নিউজিল্যান্ড দল সাজিয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে আলো ছড়ানোদের মধ্যে অন্যতম তিনি। ৮ ইনিংসে করেছেন ৫২৩। ২০২১ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলা মিচেল স্যান্টরাও দলে ফিরেছেন। ২০২২-২৩ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে প্লাঙ্কেট শিল্ডে দারুণ সময় কাটিয়েছেন। নিয়েছেন ১৫ উইকেট। পাশাপাশি তিন ম্যাচে করেছেন ৩১২ রান। কিউইদের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন আজাজ প্যাটেল।
তবে স্পিন বিভাগকে ধারালো করেছে লেগ স্পিনার ইশ সোধি ও গ্লেন ফিলিপস থাকায়। এই সফরে পাকিস্তানি গ্রেট সাকলায়েন মুশতাক কিউইদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন। স্পিনারদের নিয়ে সফরে কাজ করবেন তিনি। ব্যাক ইনজুরিতে অস্ত্রোপচারের পর ফিরেছেন কাইল জেমিসনও। তিনি বর্তমানে বিশ্বকাপ ক্যাম্পেইনে দলের সঙ্গে আছেন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ম্যাট হেনরিকেও রাখা হয়েছে। স্পিন শক্তি বাড়িয়ে দল ঘোষণার পেছনে যে, কারণ আছে সেটা বোঝা গেলো নির্বাচক স্যাম ওয়েলসের কথায়।
তারা বাংলাদেশ থেকে সাফল্য নিয়ে ফিরে যেতে চাইছেন, ‘মনে হচ্ছে আমরা এমন দল বাছাই করেছি, যারা লড়াই করতে পারবে এবং বাংলাদেশে সফল হবে। দলে আজাজ, ইশ, মিচ, গ্লেন ও রাচিন থাকায় আমাদের স্পিন বিভাগ অনেক শক্তিশালী। যারা সিরিজে বৈচিত্র্য এবং বিকল্প দিতে পারবে।’ বাংলাদেশে হতে যাওয়া এই টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। কোচ হিসেবে দায়িত্বে থাকবেন লুক রঞ্চি। তাকে সাহায্য করবেন ব্যাটিং কোচ ড্যানিয়েল ফ্লিন ও ফাস্ট বোলিং কোচ জ্যাকব ওরাম। ওরাম শেন জার্গেনসনের জায়গায় আসছেন। জার্গেনসেনের চুক্তি বিশ্বকাপের পরই শেষ হয়ে যাবে। হেড কোচ গ্যারি স্টিড বিশ্বকাপের পর থাকবেন ছুটিতে। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর।
নিউজিল্যান্ড দল:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক) ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম