October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 7th, 2023, 9:24 pm

‘বাংলাদেশ ও সাকিবের জন্য বিষয়টি লজ্জাজনক’

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ এর শিকার হয়েছেন শ্রীলংকান অল রাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুজ। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঐ মুহূর্তে এই ধরনের একটি আকস্মিক ঘটনায় বিস্মিত ম্যাথুজ বিষয়টি বাংলাদেশ ও একইসাথে দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য লজ্জাজনক বলে দাবী করেছেন। ব্যাটিংয়ে এসে দুই মিনিটের মধ্যে নিজেকে প্রস্তুত করতে না পারায় সাকিবের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুজ টাইমড আউটের শিকার হয়ে ফিরতি পথ ধরেন। যে হেলমেট পড়ে ম্যাথুজ মাঠে নেমেছিলেন সেটিতে কিছুটা ত্রুটি দেখা দেয়ায় তিনি সেটি পরিবর্তনের জন্য কিছুটা সময় নেন। আর তাতেই বাঁধে বিপত্তি।

ব্যাটিং করতে দেরী হওয়ায় সাকিবের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার তাকে আউটের সিদ্ধান্ত দেন। সাকিব ঐ সময় আবেদন বাতিল করতে অস্বীকৃতি জানান। ক্ষুব্ধ ম্যাথুজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি জানি না এখানে তাদের মধ্যে কি কাজ করেছে। অবশ্যই এটি বাংলাদেশ ও সাকিবের জন্য লজ্জাজনক বলেই আমি মনে করি। ক্রিকেটীয় স্পিরিটের সাথে এটি যায়না।

আমি বিশ্বাস করি এখানে তারা মারাত্মক ভুল করেছে। আমার ১৫ বছরের ক্যারিয়ারে কোন দল এত নীচে নামতে পারে এটি আমি কখনই দেখিনি। আম্পায়াররাও স্বীকার করেছেন আমরা হেলমেটে ত্রুটি ছিল। আমি শুধু সেটি পরিবর্তন করতে চেয়েছিলাম। আমার মনে হয়না অন্য কোন দল থাকলে এ ধরনের কোন কাজ করতো। কারণ এখানে লুকোচুরির কিছু নেই। এটা ত্রুটিগত সমস্যা, হেলমেট মাথা থেকে খুলে যাচ্ছিল। এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত।’ ম্যাথুজ আরো বলেন, ‘সাকিব চাইলে আমাকে পুনরায় ডাকতে পারতো। কিন্তু সে সেটি করেনি।’ আইসিসির আইনানুযায়ী উইকেট পতনের পর নতুন ব্যাটর ক্রিজে এসে পরবর্তী বলের জন্য প্রস্তুত হতে দুই মিনিট সময় পাবেন। অন-ফিল্ড আম্পায়ার ম্যারাস এরাসমাস ও রিচার্ড ইলিংওয়র্থ উভয় দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

৩৬ বছর বয়সী ম্যাথুজ আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ম্যাথুজের দাবী দুই মিনিটের মধ্যেই তিনি ক্রিজে ছিলেন এবং আইনের মধ্যেই সবকিছু হয়েছে। এ ব্যপারে পরবর্তীতে দলের পক্ষ থেকে বিবৃতি দেবার বিষয়টি জানিয়েছেন ম্যাথুজ।

তিনি বলেন, ‘আমাদের কাছে ভিডিও ফুটেজে সব প্রমান রয়েছে, সেখানেই সব পরিস্কার দেখা গেছে। আমি এখানে এ ব্যপারে কিছু বলবো না, প্রমান সহকারে সব আসছে। এটি যেহেতু বিশ্বকাপের ম্যাচ তাই সবকিছু স্পষ্টভাবে সবার সামনে আসতে হবে।’ এদিকে চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক মধ্য বিরতির সময় স্টার স্পোর্টসকে বলেছেন, ‘এই ঘটনায় ব্যাটার দুই মিনিটের মধ্যে বল রিসিভ করার জন্য প্রস্তুত ছিলেন না। এমনকি ঐ সময় হেলমেটের বিষয়টিও তার সামনে আসেনি।’ কিন্তু ম্যাথুজের দাবী সঠিক নয়, এ ব্যপারে তাদের কাছে ভিডিও ফুটেজে সব প্রমান আছে।

ম্যাথুজের ঐ ঘটনাটি পরবর্তীতে বাংলাদেশের ইনিংসেও উত্তাপ ছড়িয়েছে। মাঠের ভিতর উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মাঝে মাঝেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, শারিরীক ভাষায় তা বোঝা গিয়েছে। এমনকি ম্যাচ শেষে ম্যাথুজ হাত মেলাতেও অস্বীকৃতি জানিয়েছে। এ সম্পর্কে লংকান অল রাউন্ডার বলেছেন, ‘তুমি তাকেই শ্রদ্ধা জানাবে যে তোমাকে শ্রদ্ধা করবে। তাদের ম্যাচের প্রতি শ্রদ্ধা থাকা উচিত ছিল। আমরা সবাই এই সুন্দর খেলাটির একেকজন দূত, এমনকি আম্পায়ারাও। তুমি যদি কমন সেন্স ব্যবহান না করো, শ্রদ্ধা না করো তবে ভাল কিছু আশা করাও ঠিক না।’