জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের (ভাতাপ্রাপ্তদের) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিলোনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী -৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধরী।
জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসেন জ্বিলানী, ইউপি প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন আ’লীগ সদস্য শুকলভ মজুমদার, ইউপি সদস্য সুমন ভূঞা ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত প্রায় ৫ হাজার ভাতাভোগী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি