গাজীপুরের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত বুধবার (৮ নভেম্বর) আহত হওয়া আরও এক পোশাক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জালাল উদ্দিন (৪২) গাজীপুরের কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন।
এ নিয়ে গত কয়েকদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক নারীসহ ৩ পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এর আগে গত বুধবার ন্যূনতম মজুরি (বাড়িয়ে ২৩ হাজার টাকা) বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
পরে জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয় এবং গতকাল রাতে তার মৃত্যু হয়।
ওই দিন সংঘর্ষের পর ঢামেক হাসপাতালে নেওয়ার পথে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
গত ৩০ অক্টোবর গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাক কর্মী রাসেল হাওলাদার নিহত হন।
রাসেলের সহকর্মীদের দাবি, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন