রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে শনিবার রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর আহত ৪০ বছর বয়সী এক রিকশাচালককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রিকশাচালক ২০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
এর আগে, শনিবার রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ীর একটি ফলের বাজারের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পরে, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুসারে, গতকাল রাত ৮টা থেকে আজ (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ৭টি, গাজীপুরে একটি পিকআপ ভ্যান ও বরিশালে একটি বাসে আগুন দেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়