নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রবিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
তিনি আরও জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা থেকে রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চতুর্থবারের মতো সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, স্পষ্ট করলো ইসি
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশের গণ-অভ্যুত্থান বিক্রি করছে: আমীর খসরু
আবারও ‘আগা খান’ পুরস্কার অর্জনে মেরিনা তাবাশ্যুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন