January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 7:55 pm

যে কারণে নাচ দেখাবেন জায়েদ

অনলাইন ডেস্ক :

আগেই জানা গিয়েছিল, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। এবারের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রদান করা হবে আজ মঙ্গলবার। গতবারের মতো এবারও পুরস্কার প্রদানের মঞ্চে নাচবেন জায়েদ খান। এ প্রসঙ্গে গণমাধ্যমে জায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করব। আমার সঙ্গে আঁচল থাকবে। খসরু ভাই এবং রোজিনা আপা যেহেতু আজীবন সম্মাননা গ্রহণ করবেন এজন্য তাদের দুজনের দুটি ছবির গানে পারফর্ম করব। একটি গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং অন্যটি ‘ছেড়ো না ছেড়ো না হাত’। তারা দুজনে যেহেতু আজীবন সম্মানিত হবেন তাদের সম্মানে গান দুটিতে পারফর্ম করবো। নিয়মিত নাচের অনুশীলনও করছি।

জানা গেছে, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আরও নাচ পরিবেশনা করবেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, তমা মির্জা। থাকবে সাইমন-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূরের পরিবেশনাও। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে এ অনুষ্ঠানের। প্রসঙ্গত, এর আগেও একাধিক অনুষ্ঠানে নেচে জায়েদ খান নেটিজেনদের মাঝে ট্রলের শিকার হয়েছেন। যদিও এসবে পাত্তা নেই তার। কিছুদিন আগে একটি রিয়েলিটি শো’র মঞ্চে ডিগবাজি ব্যাপক ভাইরাল হয়ে যান। এমনকি সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।