বিএনপি নিজেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, বিএনপি নিজেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে এবং তারা চাইলেই কার্যালয়ে নিজেদের কার্যক্রম চালাতে পারে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি বিভিন্ন নাশকতার ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা জানান।
তিনি বলেন, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সারা বছর পুলিশ পাহারা দেয়। নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে পাহারা দিচ্ছে পুলিশ। গত ২৮ অক্টোবর থেকে বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। তবে তারা চাইলে অফিসে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পার্ক করা গাড়িগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। এ সকল হামলা বন্ধে পুলিশ কাজ করছে। মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি। ফলে, আমরা জনসাধারণের সহায়তায় অনেক অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
এসব সহিংস কর্মকাণ্ড বন্ধে জনগণের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।
এ সময় কমিশনার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, এই নৃশংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সব প্রক্রিয়া চলছে।
নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার সতর্ক করে দিয়ে বলেন, সবাই যেখানেই থাকুক না কেন ছাড় দেওয়া হবে না।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি