January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 3:23 pm

গঙ্গাচড়ায ভিক্ষুক পুর্নবাসনে গরু বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ভিক্ষুক পুর্নবাসনে গরু বিতরণ করা হয়েছে। “শেখ হাসিনার দিনবদলে সমাজসেবা এগিয়ে চলে” এ প্রতিপাদ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসান ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মঙ্গলবার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হানিফ উদ্দিন আহম্মদসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ জন সুবিধাভোগী ভিক্ষুকের উপস্থিতিতে বেতগাড়ী হাটে গরু ক্রয় করে তাদের মাঝে বিতরণ করা হয়।