জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় ভিক্ষুক পুর্নবাসনে গরু বিতরণ করা হয়েছে। “শেখ হাসিনার দিনবদলে সমাজসেবা এগিয়ে চলে” এ প্রতিপাদ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসান ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মঙ্গলবার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হানিফ উদ্দিন আহম্মদসহ সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ জন সুবিধাভোগী ভিক্ষুকের উপস্থিতিতে বেতগাড়ী হাটে গরু ক্রয় করে তাদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি