জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক ‘সংগটিত গণহত্যা’ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে আয়োজিত মানববন্ধন থেকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানান মানবাধিকার সংগঠন আসকের সদস্যসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা।
সভায় সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এড. এটিএম মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এইড ডি রুবেলের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, আসকের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আখই ও জাকির হোসেন, সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি ডাঃ হেমন্ত পাল, সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক ইউসুফ আহমদ ইমন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক জায়েদ বক্স টিপু, হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের সভাপতি হেলাল আহমদ, পৌর তালামীযের সভাপতি মোঃ আব্দুস সামাদ, স্যোসাল কেয়ার অবন নেশনের সাধারণ সম্পাদক সুমন আহমদ। এসময় উপস্থিত ছিলেন আসকের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, আশরাফুল আলম কামরান, অর্থ সম্পাদক কাওসার আহমদ বাবলু, সহ-প্রচার সম্পাদক সাইফুল সিদ্দিকী, দপ্তর সম্পাদক তফজ্জুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এবাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র মোহন দাস, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম সোলেমান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোতাহার আলী চৌধুরী রাজু, সদস্য সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, হাবিবুর রহমান হোসাইনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমান নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা, নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে। যা মানবতার চরম লঙ্ঘন। অথচ জাতিসংঘের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। এর বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে জেগে উঠেতে হবে। সা¤্রাজ্যবাদী আমেরিকাসহ পশ্চিমা বিশে^র কতিপয় রাষ্ট্রকে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনবাসীর ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। এমনকি হাসপাতাল পর্যন্ত রক্ষা পাচ্ছে না। হামলায় নিষ্পাপ শিশুরা পর্যন্ত প্রাণ হারালেও বিশ্বের তথাকথিত মানবতাবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখছে না। এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে। আমরা এই বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে গণহত্যা ও হামলা বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি