January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 15th, 2023, 9:01 pm

ইসি ঘোষিত নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান বিএনপির

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা চরম ঘৃণার সঙ্গে তফসিল প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করে সমগ্র জাতিকে উপহাস করেছেন।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এছাড়া সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।

—–ইউএনবি