বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল রেলস্টেশনের বুকিং মাস্টার মোহাম্মদ সেলিম জানান, (বুধবার দিবাগত) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কমিউটার ট্রেনের দু’টি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী