বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে দু’টি, বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে পাঁচটি, চট্টগ্রামে দু’টি ও সিলেট বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় দু’টি বাস, দু’টি কাভার্ডভ্যান, পাঁচটি ট্রাক, দু’টি হিউম্যান হলার ও একটি কমিউটার ট্রেন পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহায়তায় এসব ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
খুলনায় তিন মামলা আসামী ২৯০০ জন