রাজধানীর গুলশানের ১ নম্বর রোডে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে র্যাব জানায়, তমিজি হক গ্রেপ্তার হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তমিজি হকের বাসায় অভিযান শুরু করে র্যাব-১ এর একটি দল। মধ্যরাতের পর পর্যন্ত চলে এই অভিযান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তমিজি হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
‘মব’ তৈরি করে মারধর, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতার পদ স্থগিত