মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক বিভাজকের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বেপরোয়া গতির দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ। তবে বাসটির চালক এখনো পলাতক আছেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের পরিদর্শক মাহফুজ রিবেন জানান, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!
বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার- কাদের সিদ্দিকী
নাসিরনগরে ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান