বিএনপি, জামায়াত ও সমমনা কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এই সময়ে দুর্বৃত্তরা সারাদেশে মোট ১৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
এর মধ্যে ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে চারটি, রাজশাহী বিভাগে সাতটি, চট্টগ্রামে চারটি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
তিনি আরও বলেন, উল্লেখিত সময়ের মধ্যে সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের ১৪৪ জন সদস্য কাজ করেছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে
ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা