অনলাইন ডেস্ক :
পৃথিবীর সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো বিরল ম্যাকালান ১৯২৬ হুইস্কি। স্থানীয় সময় গত শনিবার লন্ডনের সোথবির নিলামে ২১ লাখ পাউন্ড দাম হাকিয়ে বিগত সব রেকর্ড ভেঙ্গেছে এই মদ। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া সব ওয়াইনের রেকর্ড ভেঙ্গেছে এ হুইস্কি। গড়েছে নতুন রেকর্ড। ‘ম্যাকালান ১৯২৬’ এই বোতলটি সাত লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করছিলো নিলাম কর্তৃপক্ষ। তবে শনিবারের নিলামে হুইস্কির এই বোতলটি প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ দাম হাঁকিয়েছে। যার মূল্য ২১ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, এটিই প্রথম নয়; এর আগেও ‘ম্যাকালান ১৯২৬’-এর একটি বোতল সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে লন্ডনে সোথবির নিলামে ১৫ লাখ পাউন্ড দাম হাঁকিয়েছিল এটি। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গলো ‘ম্যাকালান ১৯২৬’। প্রতিবেদনটিতে বলা হয়,রেকর্ড-ব্রেকিং এই বোতলটি ১২টি ‘ম্যাকালান ১৯২৬’ বোতলের একটি। ১৯৯৩ সালে ইতালীয় চিত্রশিল্পী ভ্যালেরিও অ্যাডামি এর ডিজাইন করেছিলেন। অ্যাডামির ১৯২৬ এখন পর্যন্ত উৎপাদিত প্রাচীনতম ম্যাকালান মদ।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস