নিউজ ডেক্স :
দোষারোপ বন্ধ করে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে। কিন্তু বিএনপির রাজনীতি খালেদা জিয়া ও তারেক রহমানের স্বাস্থ্য এবং শাস্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্য রাজনৈতিক দলগুলোও দোষারোপের রাজনীতিতে ব্যস্ত। সবাই দোষারোপের রাজনীতি বন্ধ করে অন্তত ঈদের পর মানুষের পাশে দাঁড়ান।
তিনি আরো বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে।
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’
নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদের গণভোট নেওয়া যায়: সালাহউদ্দিন আহমেদ