January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 1:07 pm

সাবেক জাতীয় ক্রিকেটার নাদির শাহ মারা গেছেন

অনলাইন ডেস্ক :

সাবেক জাতীয় ক্রিকেটার ও আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্রিকেট মাঠে দাপটের সাথে বিচরণ করা এই ক্রীড়াবিদ দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন।

আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ছয় টেস্ট, ৬৩ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আম্পায়ার নাদির শাহ ক্রিকেটাঙ্গনের অত্যন্ত সুপরিচিত মুখ ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার যে অনন্য অবদান তা জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

এ সময়ে প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।