গাজীপুরে পোশাক কারখানার সুতাবাহী দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার টার দিকে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দু’টি কাভার্ডভ্যান গাজীপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে গতিরোধ করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, ‘অবরোধ সমর্থকরা দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
আমরা বলছিনা সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিক-ব্যারিস্টার খোকন
আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত