December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 23rd, 2023, 7:35 pm

চট্টগ্রাম কক্সবাজারে প্রথম ট্রেনের টিকেটে বিক্রি আধ ঘন্টায় শেষ

কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৮টায় শুরু হলেও মাত্র ৩০ মিনিটে ফুরিয়েছে গেছে চট্টগ্রামের জন্য বরাদ্দ করা দুটি কোচের তিনদিনের অগ্রিম টিকিট। কাউন্টার-অ্যাপস সবখানে শূন্য চট্টগ্রাম-কক্সবাজার টিকিট।

শুরুতে ননস্টপ সার্ভিসের কারণে চট্টগ্রাম থেকে কোন যাত্রী উঠার সুযোগ না থাকলেও একদিন পর চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি বগি বরাদ্দ করে রেলওয়ে, যেখানে ১১৫টি আসন রয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস টিকেট কিনতে চট্টগ্রাম স্টেশন আসা ব্যবসায়ী আজম উদ্দিন বলেন, চট্টগ্রামের জন্য অল্প পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে যাত্রীর চাপ থাকা স্বাভাবিক। সকাল ৭টা ৩০ থেকে অপেক্ষা করছিলাম টিকেট কাটার জন্য। কিন্তু সার্ভার চাপ বেড়ে যাওয়ার কারণে অনলাইন মাধ্যমে টিকেট কাটা যাচ্ছিল না। তারপরেও শেষ চেষ্টা করতে স্টেশনে এসে দেখি টিকেট নেই।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার বলেন, মূলত চট্টগ্রাম মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই কক্সবাজার এক্সপ্রেস। সকালে অনলাইন রেল সেবা মাধ্যমে সকল টিকেট বিক্রি হয়ে গেছে। তাই অনেকে স্টেশনে এসে টিকেট না পেয়ে ফেরত গেছে।

—-ইউএনবি