Thursday, November 23rd, 2023, 7:36 pm

সাতক্ষীরায় পুলিশের উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা পুলিশ লাইনে একজন উপপরিদর্শকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতলায় এটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ নভেম্বর নড়াইল থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—-ইউএনবি